ক্ষমা করে দিও তুমি
যত আমার সীমাবদ্ধতা,
কান্নার অবকাশ নাই।
আমি এক ক্ষত্রীয়
যুদ্ধের ময়দানে দুর্নিবার
কিন্তু-
মমতার কাছে মানি হার।
নাঙ্গা তরবারী হাতে
ক্ষিপ্র ঘোড়ার পিঠে
ছুটে চলি সহস্র গতিতে।
আবার-
ভালবাসার আলতো ডাকে
ফিরে চাই চকিতে।
আমি এক ক্ষত্রীয়,
হাতে খোলা তলোয়ার
অসুরের বিনাশে
করে দেই সব চুরমার।
একটু স্নেহের পরশে
মূহূর্তে ডুবে যাই
কোন এক অজানা আবেশে।
আমি এক ক্ষত্রীয়
জানা নাই সংজ্ঞা আমার
শুয়ে মরণ বলে কাকে?
যুদ্ধের ময়দানে-ই
করবো আলিংগন
যবে-
যমদূত যাবে ডেকে।