পারতো না সে হাঁটতে একা
দেখতো না তার চোখে,
অন্ধ রূপেই কাটতো জীবন
ঘুরতো পথে পথে।
হাত বাড়িয়ে খুঁজতো শুধু
কে বাড়াবে হাত,
বুঝতো না সে সৈয়দ না কি
ব্রাহ্মণের-ই জাত।
দয়া করে হাত বাড়িয়ে
দিলাম তুলে পথে,
আজকে দ্যাখো কি আচরণ
করছে আমার সাথে!
পথ দেখিয়ে আনলাম সেধে
আপন হাতে বিপদ,
একেই বলে ঘাড়ে চাপা
একরোখা এক আপদ!