অহংকারে মাটি ছোঁয় না
পানিতে ভেজায় পা,
চামচার দল সুযোগ বুঝে
দেখায় কুমীরের ছাঁ।
দেখে যাই শুধু বোকার মতো
করতে পারি না কিছু,
লাভ কি হবে ছুটে বেড়িয়ে
অবুঝের পিছু পিছু?
নিজের মাথায় নিজেই সেধে
ফেলে যদি কেউ বাঁশ,
ঠেকাবার কেউ থাকে কি
তখন আসন্ন সর্বনাশ?