চারপাশে হায় হায়
কাকে ছেড়ে কাকে খায়
জানে না তো কেউ তা,
খোলো খাতা খোলো পাতা
দ্যাখো কি আছে সেথা?
হাতে নাই টাকা কড়ি
তবু চাই গাড়ী বাড়ি,
খোঁজ খোঁজ পথ খোঁজ
হানাহানি হররোজ,
কেনো শাড়ী কেনো জামা
ব্রান্ড না কি খালা মামা!
তারপর সেটে গায়ে
রেস্তোরায় ঢোকো গিয়ে,
গপাগপ গেলো সব
বাকী সব পরাভব,
চেপে ধরে ক্লান্তি
পায় নাকো শান্তি।
আপলোডে ফেসবুকে
পথ চেয়ে বসে থাকে,
লাইক কমেন্ট ঝাকে ঝাকে,
আহা আহা কি যে সুখ!
রঙ এ ঢাকা এক মুখ,
সব কিছু শূন্য
নাই সেথা পাপ ছাড়া
এক রত্তি পূণ্য।