চন্দ্রবিন্দু না দিলে কি
বাজবে না আর বাঁশি?
ই-কার বিভ্রাটে কভু
ছাগল হয় কি খাসী?
নাই বা থাকুক চন্দ্রবিন্দু
থাকুক তবু বাঁশি,
সুর সাগরে ভাসতে শুধু
আমরা ভালবাসি।
বাশির ফাঁদে বাঁশি পড়ে
চলছে রেষারেষি,
লাল পতাকা বৈঠক শেষে
ফুটেছে মুখে হাসি।