কি বলবো আমি তোমায়
বেঈমান নাকি বিশ্বাসঘাতক?
বুকে হাত রেখে বলতো দেখি
যা করেছো তা ঠিক, নাকি বে-ঠিক?
সাঁতার জানিনে, সাঁতার জানিনে
বলেছি বার বার.........
জলেতে নামতে লাগে বড় ভয়
যদি ডুবে মরি, কে বাঁচাবে আমায়?
শুনলে না কথা, বললে-
দ্যাখো, জলের সাথে করলে আলিংগন
ভাল লাগার আবেশে ভরে যাবে মন!
বললাম, ইচ্ছের কাছে মানবো না হার
নামবো না ঐ জলে,
ধরবে কি তুমি আমি ভেসে গেলে?
থামলে না তুমি-
আচ্ছা বোকা মেয়ে পাচ্ছো কেন ভয়?
আমি থাকতে ভেসে যাবে তা কখনো হয়?
কি ছিল সে ডাকে আজো জানি না...
উপেক্ষাতে পাশ কাটিয়ে চলে যেতে চাই
বিদ্রোহী মন আমার, বারণ শোনে না
সাঁতার না জেনেও জলে নেমে যাই।
অনভিজ্ঞতায় খেয়ে হাবুডুবু
জলে ভরে পেট, ফুলে হলো ঢোল
দেখছি না কিছু কেবল শুনতে পাই
শত মানুষের সোরগোল।
কিন্তু তোমাকেতো দেখছি না
ধরছো না কেন আমার হাত?
অতলে তলিয়ে যাচ্ছি, পাচ্ছি না কোন ঠাই
কোথায় তুমি?
বাড়িয়ে দাও তোমার হাতখানি
আমি আবার একটু ভেসে উঠতে চাই.........
বুঝতে পারিনি কি ছিল তোমার মনে
গাছে তুলে, নিলে মই টেনে?
"বেঈমান" না "বিশ্বাসঘাতক"
খুশী হবে তুমি কোন পরিচয়টা জেনে?


১৫/১১/২০১৬