মূর্খ করলে বিরাট অন্যায়
জ্ঞান পাপীর ক্ষেত্রে তা কিঞ্চিৎ ভুল,
মূর্খরে ধরে দোররা মারে
জ্ঞান পাপীকে ফোটায় কথার হুল।
ন্যায় অন্যায় নির্ভর করে
শক্তি ক্ষমতার উপর,
এমন বিচারে লাথি মারি আমি
সকাল থেকে দুপুর।