বসেছেন তিনি আসন পাতিয়া
ন্যায় বিচারের কার্যে,
সর্ষের ভেতর ভুতের বসত
বলো না কথা আর যে।


হাকিম নড়ে তো হুকুম নড়ে না
পুরোটাই এখন গল্প,
দু টাকায় বেচে ছ টাকায় কেনে
ক্ষতির হিসাবে অল্প।


বিবেকের সের ছ টাকা এখন
ন্যায়ের কেজি দু টাকা,
বিচারের বাণী নিভৃতে কাঁদে
কাকের মুখের কা কা।