দেহের প্রয়োজনে দেহকেই বেসেছি ভালো,
আঁধারে ভরে গেছে মন, হয়নি খোলা জানালা;
পারেনি ঢুকতে সেথা, সোনা ঝরা কোন আলো।
সোডার পানিতে ধুয়েছি মাটির গড়া এ দেহ
আবর্জনায় ঢেকে গেছে নূরের ছটা, অথচ;
খোঁজ নেয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কেহ।
খন্ডিত আলোর কণা খাঁচায় বন্দী হয়ে
নীরবে কেঁদে মরে, যেতে চায় ফিরে
মূল ধারায় সে আলোর-ই পথ বেয়ে।
যদি না ঘটে আত্মার সাথে পরমাত্মার যোগ
শত বৈদ্য, শত বটিকা, সাথে বিশুদ্ধ হাওয়া
কিছুতেই যে সারবে না অচেনা সে রোগ।



***কবি ফারহাত আহমেদের কবিতা পড়ে উদ্বুদ্ধ হই কবিতাটি লিখতে। তাঁর সম্মানে আনাড়ী হাতের এই রচনা।