কোনমতে লিখে একখানা বই
করে নিয়ে বগলদাবা,
এদিকে ঘোরে ওদিকে ঘোরে
কেউ কেউ বলে হাবা।


বড় লিখেছে একটি দুটি নয়
ডজনখানেক বই,
ভক্তরা ছোটে দেখতে তারে
চারপাশে হৈ চৈ।


খুঁজে পায় না বড়র টিকিটা
হাবা করে হায় হায়,
পাপারাজ্জির দল ঠিকঠিক
বড়কে খুঁজে পায়।


কোন এক ফাঁকে একটু সুযোগে
হাবাটা প্রশ্ন করে
খুঁজেছি তোমাকে কাল সারাক্ষণ
মেলার জনতার ভীড়ে।


বড় বলে কেন খোঁজো আমাকে
আমি অতি সাধারণ ,
আমাকে দেখে ভরবে না ভাই
তোমার আবেগী মন।


ফ্যালফ্যাল করে চেয়ে থাকে হাবা
বোঝে না কি সে বলবে,
বিনয়ের গল্প অনন্তকাল
এভাবেই বুঝি চলবে!


ও সব নিয়ে ভাবে না হাবা
ভাবে শুধু মনে মনে,
বিনয় নাকি গরিমা এটা
জিজ্ঞাসে জনে জনে।


অনেক ঘুরে অনেক ফিরে
বুঝতে পারে হাবা,
বড়র বিনাশ নিশ্চিত হবে
পড়লে গরিমার থাবা।