ব্লক করে খুব জিতেছে
ভাবখানা তার বিশ্বজয়,
ব্লক করে কীর্তিকলাপ
পাথর ঘষে নিত্য ক্ষয়।
ব্লক ব্লক খেলা স্বভাব
যখন যেমন ইচ্ছে হয়,
ইচ্ছে হলেই আবার ছোটে
উথাল পাতাল বিশ্বময়।
ব্লক দিয়ে ব্লক করে
সত্যটাকে জাপটে ধরে
বন্ধ শ্বাসে হাসফাঁসিয়ে
মরার আগে লড়াই করে।
দম ফুরায়ে প্রাণ হারানো
সত্য যদি চেতন পায়,
হয়তো তখন অনেক কিছুই
ছড়িয়ে যাবে বিশ্বময়।