মনের কোণে জেগেছিল সাধ
কবির খাতায় নাম লেখাতে,
ইচ্ছের কাছে সঁপে দিয়ে সব
শব্দ খুঁজেছি বইয়ের পাতাতে।
কলম ধরেছি কাঁপা কাঁপা হাতে
কিছু লেখা যদি বেরোয় তাতে!
নিয়মের কিছু আছে বালাই
কবির সেটা জানা মানা চাই।
"ব" কলমের কবি জানে না
ব্যত্যয় হলে কেউ মানে না
টিপ্পনী কেটে হেসে হেসে বলে
বাজারে এটা কিভাবে চলে?
অন্তমিলের দ্বন্দে পড়ে
কবি হয় দিশেহারা!
নিয়মের চাকায় পিষ্ট হয়ে
যায় বুঝি কবি মারা!