ফাঁদে পড়ে একটা বগা গান ধরেছে সুর ছাড়া,
বোঝেনি তো পাতা ফাঁদে পড়তে পারে সেও ধরা!
ভেবেছিল ফাঁদের ভেতর আটকে যাবে শিকারী
আজ বুঝেছে বাছা বগা কেমন লাগে ঝকমারি।
সকাল বিকেল সাত শিয়ালে বগার ঘরে আসে যায়,
চোখ বুঝে সুখ খোঁজে বগা, দিন বুঝিবা এমনি হয়।
ধূর্ত শিয়াল বগার মাথায় খায় কাঠালের রোয়া
বগার হাতে ধরায় শিয়াল একটা মিথ্যে মোয়া।
হায় রে বগা, ফাঁদে পড়ে করিস কেন আহাজারী?
সাত শিয়ালে তোর দরজায় ফাঁদ পেতেছে সাত সারি।