বহতা নদীর মতো বেয়ে চলা
আমার এ জীবনের কথা বলা;
আঁকাবাঁকা বন্ধুর পথ,
যেন ফুলে ফুলে সাজানো এক রথ;
কখনো খরস্রোতা, কখনো নির্জীব
তবু সদা থাকি নির্ভীক।
পাহাড়ের পাদদেশে সর্পিল গতিতে
জীবনের গান গাই ঘুরে পথে পথে।
সাগরের হাতছানি আকাশের ডাক
পেছনে যা আছে, থাক পড়ে থাক।
গায়ে এসে পড়ে কত আবর্জনার স্তুপ,
তবু ছুটে চলি এই আমি নিশ্চুপ।
কেউ ভাবে নারী আমি, কেউ ভাবে অবলা
ডোবে কেউ নেভাতে আগুনের জ্বালা।
দেখি আমি চুপচাপ, যাই সব সয়ে;
বোবা ভেবে মন খুলে যায় শুধু কয়ে।
আঘাতের ক্ষতে ঢাকা পুরোটা দেহ
সুযোগের হাতছাড়া করে না তো কেহ।
নিরুপায়ে আচমকা নেচে উঠি উলঙ্গ নৃত্য,
দেখি না তখন সম্মুখে মনিব না কি ভৃত্য।