সংসারে থাকে পুরুষগুলো
হাঁসের মতো করে,
দিনমান সাঁতার কেটে
শুকনো গায়ে ফেরে।
নারীগুলো এতই বোকা
একটা দিতেই ডুব,
ভিজেটিজে জবুথবু
দেখায় ভারী খুব।
আমার স্বামী আমার স্বামী
জিকির করে মরে,
গাড়ি বাড়ি ছেলে মেয়ের
চলবে কেমন করে?
আমার আমার করে খবর
নেয় না নিজের মোটে,
এরে তারে যত্ন  করে
মনে সুখ তার জোটে।
হঠাৎ  যখন বুঝতে পারে
নিজেই নিজের নাই,
কারো আছে তখন সে আর
পায় না কোন ঠাই।
অবহেলায় দেহ গেছে
রোগের দখলে,
আপন ভুবন নিয়ে ব্যস্ত
বাকী সকলে।
অভিমানে বুক ভারী হয়
হয় না কিছু বলা,
বোকা মেয়ে আপনারে
করে হেলাফেলা।
সবার সাথে বাসতো যদি
একটু ভালো নিজেকে,
হতো না আর দেখতে ফিরে
আজকের এই দিনটিকে।