তোমরা যখন আজকে দুজন
করবে নতুন সন্ধি,
শিকল পরা হাত পা নিয়ে
কাঁদবে কোথাও বন্দী।


অন্ধকারে একলা বসে
দেখবে হিসাব কষে
তার জীবনে সন্ধি কি আর
আসবে অবশেষে?


সন্ধি শেষে মন্দিরাতে
উঠবে বেজে সুর,
বুকের মাঝে ধরবে কাঁপন
থেকেও বহুদূর।


সুরের তালে সন্ধি হলো
এবার ঝড়ের পালা,
কষ্ট চেপে বন্দী বুকে
মন ঘরে দেয় তালা।


ঝড় উঠেছে তুফান ভরা
ঝরঝরিয়ে বৃষ্টি,
সিক্ত হলে তোমরা দুজন
ঝাপসা কারো দৃষ্টি।


বৃষ্টি জলে ধুয়ে গেছে
ধুলো কাদা মাটি,
সুখের দেশে তোমরা বাঁধো
শক্ত সুখের ঘাঁটি।


ঝাপসা চোখে বন্দী তাকায়
পাথর চাপা শ্বাস,
মিলবে মুক্তি হয়তো সে দিন
যে দিন হবে লাশ।