বৃষ্টি ভেজা আঁধার রাতে
কুকুর করে কান্না,
গেরস্থ বৌ কুপির আলোয়
চুলোয় বসায় রান্না।
দাওয়ায় বসে দেখতে আকাশ
উদাস বসে থাকে,
আনমনা মন কোথায় হারায়
কোন অজানা বাঁকে।
আকাশ কাঁদে অঝোর ধারায়
বাতাস ফেলে শ্বাস,
জড়িয়ে বুকে মাটি বলে
কোথায় ছেড়ে যাস।
কাদা মাটি বৃষ্টি বাতাস
সবাই খোঁজে যাকে,
বৃষ্টি ভেজা আঁধার রাতে
মন কাছে চায় তাকে।