বুঝি না মহাশয়,
কিসে কি যে
আসে যায়।
এই দেখি ষোল আনা
এই দেখি শূন্য,
লজ্জায় মুখ ঢাকে
হাত দিয়ে পূণ্য।
পাপ চলে ঠাঁটে বাটে
বুকখানা চিতিয়ে,
রামছাগল তাই দেখে
ওঠে জোরে খিঁচিয়ে।
তারপরও বুঝি না হায়
কিসে কি যে আসে যায়,
মুখ গুঁজে উট পাখি
সবকিছু ঢেকে দেয়।