কাউকে লাগবে না কিছুই লাগবে না
এভাবেই সব চলবে,
আস্ফালন আর হুঙ্কার দিয়েই
তামাম দুনিয়া টলবে।
কষে চড় দেয় দু গাল ভরে
বলে তার সব লাগবে,
হরতাল ডেকে চাহিদা বলে
না পেলে ভীষণ রাগবে।
দিতে হবে তার যা কিছু পাওনা
আনা সিকি সব বুঝিয়ে,
লাভ হবে না লাভ হবে না
কথার প্যাঁচে পেঁচিয়ে।
যত বলি তারে সবর করো
আইন কথা বলছে না,
চাহিদা আরো মরিয়া হয়ে
বলে সহজে ভুলছে না।
ক্রসফায়ারে মারতে পারো
কিংবা পারো করতে গুম,
চাহিদা মেটাও চাহিদা মেটাও
হারাম করো না রাতের ঘুম।