দিন গুনে মাস শেষ
পকেট হলো বাড়ন্ত,
ছাপোষার জীবন যেন
আমৃত্যু ঘুমন্ত।
দাওয়ায় বসে মাথায় হাত
ভেবে মরে গিন্নী,
কপাল জোরে জুটবে কি আর
পাতে ভরা সিন্নী?
রোদে পুড়ে পায়ে হেটে
পথ তবু ফুরোয় না।
টেনে হিঁচড়ে জীবন যাপন
মানতে যে আর চায় না।
নীতি বেঁচে ভরবো পকেট
ভাবতে লাগে ঘেন্না,
নীতির কথায় থামে না আজ
পেটের ক্ষুধার কান্না।