চায়ের কাপে শেষ ইচ্ছে
চায়ের কাপে-ই ওঠে ঝড়,
ক্ষোভের আগুনে জ্বলে ওঠে তাই
ঢিপ মারা সব ধানের খড়।
শেষ পর্যন্ত কাকে চাই বলো
প্রেয়সী চায় জানতে,
ব্যালেন্স করতে বলতেই হয়
আমি যে তোমার, যদি মানতে।
বুদ্ধিহীনা মোটেও নয় তো
বুঝে যায় সে কথার চাল,
উল্টোপাল্টা বোঝালে পরে
খুলে নিতে পারে পিঠের ছাল।