যুক্তি বিচার মেনেই তবে
সচেতনের বিশ্বাস,
আবেগ, স্বপ্নে ভর করে
অবচেতন চায় আশ্বাস।
সচেতন আর অবচেতনে
মন কষাকষি খেলা,
নীরব অভিমানে অতিচেতন
সয়ে যায় অবহেলা।
সচেতন আর অবচেতনে
হয়ে যাক আজ সন্ধি,
চৈতন্যের মুক্তি মিলুক
অতিচেতনে যা বন্দী।