জ্বরে কাপাকাপি,
ব্যথা ভরা পিঠ
হাই টেমপারাচারে
হয়ে যায় ফিট।
ছোট ছোট মশা
দ্যাখে তামাশা,
চিকনগুনিয়া নামে
করে আসা যাওয়া,
নেশা পেশা তার
রক্ত চুষে খাওয়া।
বড় বড় মানুষ
হয়ে কুপোকাত
হারিয়ে হুঁশ তার
টানে যবনিকাপাত।
নমরুদের মশারা
এলো বুঝি ফিরে,
দেখে যায় চারদিক
সব কিছু ঘুরে।
এত বাহাদুরী
এত বাড়াবাড়ি,
এতটুকু মশাতেই
কাপে কেন নাড়ী?