চখা ভাবে চখি তার বিরহে
এবার নিশ্চিত সে মরবেই,
শ্রাবণ দিনের আকাশের জল
অঝোর ধারায় ঝরবেই।
শনশনশন ঝোড়ো হাওয়া বয়
বিদ্যুৎ ঢাকা কালো মেঘে,
নোনা জল তার আখি পল্লবে
রাত কেটে যায় জেগে জেগে।
প্রহর গোনে চখা বসে বসে
এই বুঝি চখি কাদলো,
ফিরে এসো চখা আমার প্রাণে
আরো আরো কত সাধলো।
ডাকে না চখি চখা চখা বলে
শুধুই নিজেকে খুজলো,
থেমে থাকে না কেউ বিনে কিছু
হাড়ে হাড়ে চখা বুঝলো।