কখনো কি ভেবে দেখেছো তুমি
কোথা হতে তুমি এলে?
ভেবেছো কি কখনো এ ধরাকে
কেন কি কারণে পেলে?
ভাবোনি তো তুমি কখনো সেটা,
ভাবার সময় কোথায়?
চমক ঠমকে আলো ঝলোমল
আরো কত কি মাথায়।
তাকিয়ে থাকো দু নয়ন মেলে
তবুও দেখতে পাও না,
কোন ঠুলিতে ঢেকে গেল চোখ?
জেনেও জানতে চাও না।
হারিয়ে গেছে জীবনে তোমার
অদেখা এক ছন্দ,
কৃত্রিম সব ফুলের বনে
অহেতুক খোঁজো গন্ধ।
প্রভাতের হাওয়া টানে না তোমাকে
ভার্চুয়ালে থাকো বন্দী,
শোষকের পাতা ফাঁদের সাথে
কি অসাধারণ সন্ধি!
প্রকৃতির টানে ছুটে যাও না
মুক্ত আকাশের নীচে,
ভার্চুয়াল গেমে, ভার্চুয়াল প্রেমে
জীবনটাই দিলে বেচে!