খান খান খান
হৃদয় ভাঙ্গে
টন টন করে ব্যথা,
ভন ভন ভন
ঝিম ঝিমুনি
ঘুরছে শুধু মাথা।
গোল গোল গোল
নয়ন তারায়
আতশবাজি ফোটে,
বুক ফেটে যায়
ফটাফট তবু
নেশার ঘোর না কাটে।
গুড় গুড় গুড়
মেঘের ডাকে
ঝরছে বারিধারা,
ছল ছল ছল
নয়ন ভাসে
বিরহ ব্যথায় ভরা।
ঠক ঠক ঠক
মাঘের শীতেও
ঘামের নদী বয়,
ধুক ধুক ধুক
বুক কাঁপুনি
এই বুঝি প্রাণ যায়।
চুপ চুপ চুপ
মুখ খুলিস নে
কোস নে কোন কথা,
চুপটি করে
ঘাপটি মেরে
থাক মুড়িয়ে কাঁথা।
ফিস ফিস ফিস
ফিস ফিসানি
চলছে কানাকানি,
প্রেম হারিয়ে
মুখ লুকিয়ে
ফেলছে চোখের পানি।