চৈত্র দুপুরে মধ্য গগণে
রবির তাপের তীব্রতায়
জমিনের বুক হাহাকার করে
ঘোড়ার ক্ষুরের ক্ষীপ্রতায়।


ঈষাণ কোণে হঠাৎ যখন
মেঘগুলো সব দল পাকায়
চাতক হয়ে জমিন তখন
মেঘের দিকেই ঠায় তাকায়।


মেঘ ফাটা ওই জলের রাশি
ঝাঁপিয়ে পড়ে তার বুকে
রিক্ত জমিন সিক্ত হয়ে
আঁকড়ে বাঁচে জলটাকে।