কাঁদছে যখন অসহায় মা
কাঁদছে নিরুপায় বাপ,
জলের মনে হয় না মায়া
করে নাকো মাফ।
উপর থেকে পড়ছে ঝরে
অঝোর বারিধারা,
বানের জলে যাচ্ছে ভেসে
হচ্ছে গৃহহারা।
উদাস নয়নে তাকিয়ে ভাবে
কে বাড়াবে হাত?
অনাহারীর পাতে দুটো
পড়বে পানি ভাত।
দেবের বেশে ছুটে এসে
ছাঁয়া হয়ে দাঁড়ায়,
আগলে রাখে বানভাসিদের
বিশ্বজনীন মায়ায়।
ঘুম হারিয়ে চেয়ে আছে
ভয় পেয়ো না কেউ,
শক্ত হাতে রুখে দেবে
দৈত্য দানব ফেউ।
বানের পানি আসছে ধেয়ে
ভাসিয়ে বাড়ি ঘর,
যায় না চেনা আপনজনা
সবাই কেমন পর।
চোখ বুজে সব দায় এড়িয়ে
ভাবছে আছে বেশ,
বাদল মাথায় ঘুরছে যে কেউ
বুকে চেপে স্বদেশ।