ধর্ষণ করি নি, অপহরণ করি নি
একটু খেলেছি খেলা,
প্রেম ভালবাসা অত:পর স্বীকৃতি
অভিনয়ের এক মেলা;
কেঁদেছিল সে আনত নয়নে
চেয়েছিল থাকতে এই হৃদয়ে,
খেলা শেষে তারে ছুঁড়ে ফেলেছি
কি হবে আর এ সব দিয়ে?
আইনের পথে আমি বড় কঠিন
সমঝোতায় নাই আস্থা,
মনটা নিয়ে নেড়েছি চেড়েছি
তারপর সোজা রাস্তা।
ধারা উপধারা কোথাও পাবে না
অপরাধের কোন সংজ্ঞা,
শুধু শুধু সে কেঁদে মরে কেন
খোঁজে কেন সে গঙ্গা?