ইচ্ছে হলে কাঁদতে হবে,
হাসতে হবে ইচ্ছেয়,
ইচ্ছে হলেই নড়ন চড়ন,
অনিচ্ছাতে ঘটলে কিছু
নিশ্চিত তোর মরণ।


ডুগডুগিটা উঠলে বেঁজে
লাঠি ঘাড়ে ঘুরে ফিরে
দিবি শুধু সেলাম,
ডুগডুগিটা থামলে পরে
চুপটি করে বলবি বসে
এবার আমি এলাম।


বিয়ে নামের রশি দিয়ে
বেঁধেছে এক শিকার,
খাঁচায় বসে যতই কাঁদো
নাই কোন প্রতিকার।


জানতো সবাই গল্প পড়ে
দাস দাসীদের জীবন,
মুক্ত সমাজ, স্বাধীন দেশে
হবে না আর এমন।


ভদ্রবেশী পশুগুলো
মুখোষ এঁটে মুখে
বিয়ে নামের শিকার ধরে
উল্লাস করে সুখে।


শোন শোন সুধী সমাজ
গল্পের নাই শেষ,
ঘন রাতের চাদর গায়ে
ঢাকে লজ্জার রেশ।