ভিক্ষা দিতেও হাত খোলে না
এই বুঝি হয় শেষ,
তল্পিটাকে আচ্ছায় কষে
ভাবছে আছি বেশ!
মরতে হলে মরুক গিয়ে
ছোটলোকের দল,
লাট সাহেবের ব্যাটা আমি
উঁচাটনে চল।
ভুখা নাঙ্গা চাষার দলের
জীবনের কি দাম,
একটা দুটো মেরে হলেও
ফোটাও আমার নাম।
নেতা আমি অনেক বড়
চ্যালাও আছে ম্যালা,
রাত দিনেরে উল্টে তারা
খেলছে অনেক খেলা।
ইচ্ছে আমার চড়বো ঘাড়ে
নাচাবো দুটো ঠ্যাং,
মওকা বুঝে মারবে কি কেউ
উল্টো আমায় ল্যাং।