নয়ন ভরা আকাশের জল
ঝরে অবিরাম ধারায়,
কেয়া কদমের সাথী হয়ে মন
দিবা নিশি শুধু হারায়।
সবুজ ঘাসের ডগা ছুঁয়ে যায়
আকাশের চোখের পানি,
সুদূর অতীতে মন ছুটে যায়
কত কিছু খুঁজে আনি।
স্মৃতির ঘরের বন্ধ কপাট
খুলে যায় ধীরে ধীরে,
গন্ড বেয়ে জল চলে যায়
দুঃখ নদীর তীরে।
একলা দিনে একলা বাদল
বর্ষা আসে কাছে,
আসে না ফিরে এই জীবনে
যেটুকু হারিয়ে গেছে।