ছুটে চলেছি সকাল সন্ধ্যা,
দু মুঠো ভাতের খোঁজে,
ক্লান্ত শরীরে ঘরে ফিরে আসি
কি যেন হয় তার-ই মাঝে।
মনে পড়ে যায় তোমার কথা
থমকে দাঁড়িয়ে যাই না,
জীবনের দায় মেটাতেই যেন
অবকাশ খুঁজে পাই না।
রাজপথ ধরে দ্রুত হেঁটে চলি
কাজ যে ম্যালা বাকী,
প্রেম বিলাসীতা এই অসময়ে
করা যায় বলো দেখি?
চাল ডাল আর নুন তেল দিয়ে
সম্মেলন হয় ভালোই,
গো গ্রাসে গিলে নিয়ে ধুই
হাড়ি বাসন আর কড়ুই।
জলের কলে ভিম বারগুলো
টিকতে পারে না আর,
এর-ই ফাঁকে তোমার স্মরণ
হয়ে যায় কয়েক বার।
হিসেবের খাতা খুলে নিয়ে বসি
চোখ ঢুল ঢুল ঘুমে,
কাল কি খাবো, কোথায় যাবো
ভেবে নেই মনে মনে।
কাক ডাকা ভোরে বিছানা ছেড়ে
উনুনে জ্বালাই আগুন,
সূর্য মামার তাড়া খেয়ে
গতি বেড়ে যায় দ্বিগুন।
নাকে মুখে গুঁজে শুঁকনো রুটি
আবার ছোটা শুরু,
তুমি তখন আয়েশী বেশে
সেজেছো সবার গুরু।
ঘাম বেয়ে যায় নোনা জলে আর
তীব্র রোদের তাপ,
ঠকঠক করে শীতে কাঁপি
তবু জীবন করে না মাফ।
এত কিছুর মাঝে ক্লান্ত হলেও
নেই না তারে আমলে,
এ রকম এক মানুষের সাথে
এ কেমন খেলা খেললে?