একটা ছিল বগা কানা
দুই চোখে তার দেখতে মানা,
এক চোখে তার স্বপ্ন বোনা
অন্য চোখে ছল ছলনা,
কাউকে দিতো মেলতে ডানা
কাউকে কেটে ফানা ফানা,
কার ঘরে আজ পড়বে হানা
কেউ জানে না, কেউ জানে না।
এই না দেখে বগা কানা
খুশীতে হয় অষ্টখানা,
ছিল না তো বগার জানা
জমছে বিষের মিহি দানা,
গলবে যেদিন সকল দানা
ভাঙবে বগার বালাখানা।