ঘরেতে বউটা লক্ষী পয়মন্ত
মেয়েটাও বেশ সোমত্ত,
সুখে থৈ থৈ অতল সাগর
ভদ্রলোকও বেশ বাড়ন্ত।
স্বামী সোহাগী বউটা ভাবে
স্বামীভাগ্যে সে রাণী,
সুয়োরাণী না দুয়োরাণী
তা শুধু আমি-ই জানি।
দেখে শুনে তো যায় না খাওয়া
ছোট্ট পিপড়েটাও,
অগোচরে পারো যত ইচ্ছে
বিষ পান করে নাও।
এই নীতিতে তুমি সুখী
আমিও নিয়েছি মেনে,
কিন্তু কিছুই চাপা থাকে না
একদিন যায় সবাই জেনে।