এখানের ব্যথা ওখানে ছড়ায়
এই কথা কি ঠিক?
বিরহ ব্যথায় নীল হয় কেউ,
কেউ সুখে নির্ভীক।
এখানের ব্যথা ওখানে যদি
ছাপ রেখে গিয়ে থাকে,
ভোলে কি করে সব কিছু সে
সুখ সাগরের বাঁকে?
এখানের ব্যথা ওখানটাতে
ছাপ রাখে কি না জানি নে,
ওখানের ব্যথা এখানে ঠিকই
সজোরে-ই আঘাত হানে।