খেয়ালের বশে হেয়ালের তালে
আমাকে নিয়ে খেলেছিলে,
বুঝি নি আমি তুমি যে স্রেফ
গোলমেলে আর এলেবেলে।


নীতি কথাতে খৈ ফুটে মুখে
চারপাশেতে হাত তালি,
মুখোশ ঢাকা মুখটাতে তো
ভরা স্রেফ মিথ্যের ডালি ।


মিথ্যে আলোর গল্প শুনে
আলোর লোভে পড়ে যাই,
আঁধার কালো অমানিশায়
আলোর দেখা কোথা পাই?


তোমার খেলার মাশুল তুমি
যেমনে পারো গোনো,
ছাড় দেবো না রত্তি আনাও
কানটা খুলে শোনো।