ফেলে এসেছি একটা সকাল
মিষ্টি রোদে ভরা,
ফেলে এসেছি চৈত্র দিনের
রৌদ্র দুপুর খরা।
ফেলে এসেছি শিশির ভেজা
মটর লতার ফুল,
ফেলে এসেছি অনিচ্ছাতে
অনেক করা ভুল।
ফেলে এসেছি একটা অতীত
একটা পাওয়া কথা,
ফেলে এসেছি পেছন দিকের
অনেকগুলো ব্যথা।
ফেলে এসেছি রক্ত ঝরা
হৃদয় ভাঙা গান,
ফেলে এসেছি নিন্দার কাঁটা
ফিরে পেতে নতুন প্রাণ।
ফেলে এসেছি ফেলে এসেছি
যত ছিল জঞ্জাল,
ফেলে এসেছি স্বপ্নহারা
মানুষ নামের কঙ্কাল।
ফেলে এসেছি জমে থাকা যত
দু:খ ব্যথা আঘাত,
এখন শুধু দেখবে সবাই
ঘটাই কেমন ব্যাঘাত।