স্বপ্নের জাল বুনেছি আমি
নীল আকাশে পেতে,
নয়ন ভরে জল এনেছি
মেঘের বাড়ী হতে।
হাওয়ার সাথে তাল মিলিয়ে
ওড়াই শাড়ীর আঁচল,
মহুয়া বনে দোয়েল টিয়া
চোখ ভরে দেয় কাজল।
কৃষ্ণচূড়ার আগুন দিয়ে
ফাগুন জ্বালাই মনে,
হাতটি ধরে গল্প শোনাই
ভালবাসার ক্ষণে।
"আমার থাকিস আমার থাকিস
অন্য কোথাও যাস নে",
আমি শুধু তোরই আছি
ভয় কখনো পাস নে।
ঘুম পরীরা ঘুমের দেশে
স্বপ্ন দেখায় কত,
জেগে দেখি মিথ্যে সবই
মিথ্যে অবিরত।