ঘুমুতে চাই আমি একটু
লাগছে অনেক ক্লান্ত,
এক টুকরো কাফনের কাপড়ে
জড়িয়ে যাবো তার কাছে,
হয়ে যাবো চিরতরে শান্ত।


ম্যালা দিন হয়নি ঢালা
ঠিকঠাক গায়ে জল,
আতর লোবানে সাজিয়ে
বরই পাতায় ধুয়ে দিও
এ আঁখি যুগল।


মোহ মরিচীকায় ছিল
মত্ত এ প্রাণ,
ছুটেছি অজানা এক
কুহকের পিছে, বিনিময়ে
জুটেছে শুধুই পেরেশান।


চোখের পাতা আজ
লাগছে ম্যালা ভারী,
ছুটি দাও, দাও সব গুছিয়ে
ঘুমুবো আমি নিশ্চিন্তে
দ্রুত পৌছে বাড়ি।


কাঁদবে না জানি কেউ আর
ফেলবে না চোখের জল,
নিয়েছি শুধু, দেইনি তো কিছু
করিনি কিছু কারো জন্য; অনুতাপের
সরোবর ভরা জলে টলোমল।


হাবুডুবু খেয়ে প্রাণ ওষ্ঠাগত
নেই তবু কিছু করবার;
হেলায় হারিয়ে নিঃস্ব আজ,
ঋণের বোঝা কাঁধে নিয়ে
পাড়ি দেবো পরপার।