আয় লিখি কিছু কথা
নাম দিয়ে গল্প,
ব্যাকরণ যা যা লাগে
সব দেবো অল্প।


রাজা নয় রাণী নয়
থাকবে না রাক্ষস,
গল্পের ছিরি ভেবে
করো না কেউ আফসোস।


আয় তবে লিখে ফেলি
ভেবেছি যে গল্প,
স্বপ্নের ছায়াঘেরা
হাসে তরুকল্প।


হাসে সেথা জলে ভেজা
হিজলের লাল ফুল,
কেটে যাবে তার সাথে
রাত দিন বিলকুল।


শিমুলের ডালে বসে
ঘুঘু ডেকে হয়রান,
দখিনের হাওয়া এসে
ভরে দেবে মন প্রাণ।


এরপর রবে না আর
জীবনের ক্লান্তি,
বৃষ্টির জলে যাবে
ভেসে সব শ্রান্তি।


আয় তবে লিখে ফেলি
বসে এই গল্প,
ব্যাকরণ যা যা লাগে
সব দেবো অল্প।