কবি বলে সবাই তারে চেনে
কবি বলেই সবাই তারে মানে,
কেউ জানে না আসল গোপন কথা
কবি নামের আড়ালে তার
ঢাকা দুঃখ ব্যথা।
কবির বেশে লেখার ছলে
কাটায় সে তার বেলা,
আসলে তো চলছে সেথা
অন্য একটা খেলা।
হোঁচট খেয়ে পথের ধারে
ছিল যখন পড়ে,
হাত ধরে কেউ পৌঁছেছিল
শান্তিময় এক নীড়ে।
ফেরার পথে নয়ন জলে
ভেসে বলে সে,
শান্তির নীড়ে থাকবে বল
আমার পাশে কে?
কাগজ কলম হাতে দিয়ে
বললো ডেকে শোন,
কবি নামে থাকবো আমি
এটাই শুধু জানো।