গড়াই নদীর তীর ঘেষা এক
শান্ত ছাঁয়ায় ঢাকা,
সবুজ ঘেরা গ্রামের পাশে
মেঠোপথ আঁকাবাকা।  


পাখ-পাখালির কুজন চলে
চলে আলো ছাঁয়ার খেলা,
মিষ্টি মুখের মেয়েগুলোর
কাটে শৈশব বেলা।


অনাদরে, অবহেলায়
কিংবা উপেক্ষায়,
কাটবে জীবন টেনেটুনে
নেই কোনো সংশয়।


ভাবনাগুলো মিথ্যে করে
ভাসিয়ে দিতে জলে,
গড়াই নদীর তীরে ওঠে
ওদের বসত গড়ে।


এই বসতিতে বসত ওদের
কাটে রাত্রি দিন,
গুটি কয়েক মানুষ ওদের
স্বপ্ন করছে রঙিন।


অনাদরে, অবহেলায়
কিংবা উপেক্ষা,
রইবে না আর জীবন ওদের
অন্ধকারে ঢাকা।


আমরা আছি ওদের সাথে
হাঁটবো বহু দূর,
গড়াই নদীর ঢেউয়ের সাথে
মেলাবো সাত সমুদ্দুর।