এখনো সন্তানের অধিকার পেতে মাকে ঘুরতে হয় দ্বারে দ্বারে,
এখনো সত্য উচ্চারণে ভয়গুলো ঘোরে আমাদের চারিধারে ।
এখনো আমাকে কৌশল করে চলতে হয় পথে পথে,
এখনো খোঁজে মাহরাম নামে কেউ আছে কিনা সাথে।
এখনো তারা সন্দেহে ভাসে আদৌ সত্য কী আসবে,
এখনো বলে কূলহারা হয়ে অথৈ সাগরে ভাসবে।
এখনো নাকি সময় হয় নি মাথা উঁচু করে দাঁড়াবার,
এখনো চলে চোখ রাঙানো, ভয় নেই প্রাণ হারাবার?
এখনো আমি স্বাধীনতা খুঁজি প্ল্যাকার্ড আর ফেস্টুনে,
এখনো কাঁদে বীরাঙ্গনারা নিভৃত এক কোণে।
এখনো বলে হাইব্রিডের দাপট নাকি ম্যালা,
এখনো বলে যত পারো ভাই খেলে নাও শত খেলা।
এখনো বলে শেষ হয় নাই তীতুমীরের বাঁশের কেল্লা
এখনো নাকি দিতে চায় তারা নতুন করে পাল্লা ।
এমনি হাজার এখনোর মাঝে আশা তবু জেগে থাকে,
সত্যের বাণীর ডাক শুনে তাই ছুটে যায় ঝাঁকে ঝাঁকে।