হামিং বার্ড নামের ছোট্ট পাখি
শোনে না কারো বারণ;
ইচ্ছে মতো বেড়ায় ঘুরে
সারা বাগানময়, ইচ্ছে হলেই
উড়ে এসে করে আলিংগন।
ফুড়ুৎ করে এ ডাল ছেড়ে
উড়ে যায় আরেক ডালে,
জানে না তো সে আমার এ মনে;
অজানা কেউ চুপটি করে
আবেশী এক খেলা খেলে।
দ্যাখে না সে, কেউ যে আছে
একটা পাখীর বেশে;
তাকে নিয়ে হাওয়ায় ভাসি
হাসি সারাক্ষণ, তার-ই সাথে
চাই যে যেতে অচিন কোন দেশে।
চাই না আমি ছোট্ট পাখি
তোমায় আমার কাছে;
যাও না উড়ে অন্য কোথাও
করো সেথায় খেলা, থাকুক শুধু
সেই যে কেবল এই আমার-ই কাছে।
সে বিহনে সব কিছুই যে  
শূন্য শূন্য লাগে;
সব চলে যাক, সেই শুধু থাক
এই বাগানটা জুড়ে; যাও পাখি যাও
আমায় ছেড়ে অন্য কোথাও ভেগে।