সুখের ঘরে বসে তুমি
দুঃখের গীত গেয়ো না সোনা,
যেদিন আমি থাকবো না
সেদিন বুঝবে সবই মনা।
কত ধানে কত চাল
কত আটা গমে,
বুঝে নেবে সেদিন তুমি
যেদিন ধরবে আমায় যমে।
ইচ্ছে হয় না টানতে রশি
তবুও যে টানি,
বিবেক বাবুর তাড়া খেয়ে
টেনে যাচ্ছি ঘানি।
ঘানি টেনে ক্লান্ত হলেও
তেল পাওয়া অনিশ্চিত,
আপ্রাণ তাও চেষ্টা চালাই
গড়তে তোমার ভিত।