ইচ্ছে রাজার ইচ্ছের কাছে
হার না মানা হার,
ইচ্ছে রাজার মন সাগরে
ডুবেছে বারবার;
ইচ্ছে রাজার কয়েদখানায়
মন আসামী বন্দী,
ইচ্ছে রাজার শর্তেই তাই
করতে হয় সব সন্ধি।
ইচ্ছে রাজার ইচ্ছেমতো
হৃদয় নিয়ে করে খেলা,
ইচ্ছে রাজার পথ চেয়ে আজ
কেটেছে সারা বেলা।
ইচ্ছে রাজার ইচ্ছেতে রোজ
পড়তে হয় তার প্রেমে,
ইচ্ছে রাজার ইচ্ছেতেই শেষে
বুক ভরা ব্যথা জমে।
ইচ্ছে রাজা দোহাই তোমার
ইচ্ছের দ্বার খোলো,
ইচ্ছে রাজার অবহেলায়
সব হয় এলোমেলো।
ইচ্ছে রাজার ফুল বিছানায়
চাই না পাততে শয্যা,
ইচ্ছে রাজার হৃদয়ে ডুবে
মরতে নেই আর লজ্জা।
ইচ্ছে রাজা হোক না সব
তোমার-ই ইচ্ছেমতো,
প্রেম দরজাটা একটু মেলো
আজ আমার ইচ্ছেমতো।