থাকবো না যে দিন
কি হবে সে দিন
সাধ হয় বড় জানতে,
আসবে কি তুমি
দেখতে আমায়
বুক ভরা ব্যাথা ঢাকতে?
লেখাগুলো নিয়ে
আলোচনা শেষে
কেমন মানুষ ছিলাম,
জানতে সবাই
খুঁজতে স্বজন
ডাকবে না কি নিলাম?
আসবে খবর
আসর থেকে
কবি গেছে চলে,
গন্ড বেয়ে
দু ফোঁটা জল
পড়বে কি গো বেয়ে?
পুরোনো কথা
স্মরণ করে
খুলবে তোমার কলম,
লিখবে তুমি
আমায় নিয়ে
মনটা ছিল নরম।
মনটা তোমার
ভারী হবে
এই কথাটা ভেবে,
পাগলী তোমার
বলতো শুধু
একটু আদর দেবে?
পড়বে মনে
অনেক কথা
স্মৃতির সাথে সাথে,
এত আঘাত
সয়ে তবু
গেছে ভালবেসে।
হয়তো হবে
অনেক কিছু
হয়তো কিছুই নয়,
মরণের পরে
দাঁড়িয়ে পাশে
একটু দিও অভয়।