বাগানের মন ভাল নেই আজ,
গাছ ভরা ছিল তার  
হরেক রকম ফুল;
পাখ-পাখালি প্রজাপতি
করতো আনাগোনা,
মৌমাছিরা মধু নিতো
না ফুটিয়ে হুল।
সেই বাগানের একটি ফুল
আজ পড়েছে ঝরে,
রঙে রূপে ভরা ছিল
আরো ছিল সুবাস,
তবু কেন হারিয়ে গেল
আঘাত গোপন করে?
আর খুঁজো না তোমরা তারে
আর রেখো না মনে,
অভিমানে চোখ বুঁজেছে
সদ্য ফোটা ফুল।
হার মেনে সে ঝরে গেল
এই বাগানের একটা ফুলের
বিশ্বাসহীনতার কাছে।