বুকের ভেতর কষ্টের পাহাড়
তিলতিল করে বাড়ছে,
বিশ্বাসের ভিতে ফাটল ধরে
রাতের ঘুমটা কাড়ছে।
ব্যথাগুলোকে নির্মুল করতে
চলছে ভীষণ যুদ্ধ,
পাচ্ছি না খুঁজে সঠিক শব্দ
হলো কোথায় সব অবরুদ্ধ?
শব্দগুলো এভাবে যদি
দূরে দূরেই থেকে যায়,
কবিতার নামে জীবনের ব্যথা
প্রকাশ করবো কোন লেখায়?